শর্শদি ইউনিয়ন পরিষদ
স্বাক্ষী বহনকারী ঐতিহাসিক ঢাকা-চট্রগ্রাম জাতীয় মহাসড়কে পাশ্বে ফেনী উপজেলাদীন শর্শদি ইউনিয়ন।কাল পরিক্ রমায় আজ শর্শদিই উনিয়ন শিক্ষা সংষ্কৃতি ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জ্বল।
ক) 01 নংশর্শদি ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন20.52(বর্গকি:মি:)
গ) লোকসংখ্যা-49890জন(প্রায়)(২০১১সালের আদমশুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা-17টি।
ঙ) মৌজার 22টি।
চ) হাট/বাজার সংখ্যা০2টা।
ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম- বাস,সি.এন.জি।
জ) শিক্ষারহার73% (২০০১এরশিক্ষা জরীপ অনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টি।
বে-সরকারী রেজি:প্রা:বিদ্যালয় 04টি।
উচ্চ বিদ্যালয় 04টি।
মাদ্রাসা 20 টি।্
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস